আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে মদ উৎপাদন, ব্যবসা ও সেবনের দায়ে দুই নারীসহ আট ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর উপজেলার জলছত্র বাজার এলাকায় দুটি বাড়িতে মদ উৎপাদনের উপাদানসহ পাঁচ ড্রাম চোলাই মদ উদ্ধার শেষে ধ্বংস করে । এসময় উৎপাদন ও ব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে পিনু সরকারের স্ত্রী লক্ষ্মী রাণী (৩৫), মুরাদ রেমা (২৮) ও মুরাদের স্ত্রী নীলা বিশ্বাসকে (২৫) আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস আটককৃতদের মধ্যে মুরাদ রেমা ও তার স্ত্রী নীলা বিশ্বাসকে দুই বছর করে এবং লক্ষ্মী রাণীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
একই আদালত মাদক সেবনের দায়ে পৌর এলাকার মাস্টারপাড়ার রণজিৎ ভট্টাচার্য (৩০), বাচ্চু মিয়া (২৮), দামপাড়া গ্রামের নাজমুল ইসলাম (৩২), মনিরুজ্জামান (২৭) ও খন্দকার মনিরুল ইসলামের ছেলে খন্দকার শিমুলকে (২৫) বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
অপরদিকে মঙ্গলবার রাতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাকরাইদের আলাউদ্দিনের ছেলে মুন্নাজ (৩৪) নামের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।