রতন সিং, দিনাজপুর: নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি হওয়ার কারণে দিনাজপুরের ১১ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তরা বিএনপি ও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা।
দিনাজপুর স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, গত বছর ও চলতি বছর বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় এসব নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলাগুলো পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারক অভিযোগপত্রগুলো গ্রহণ করেন। এসব অভিযোগের ভিত্তিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত করে ১১ জন নির্বাচিত প্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করে
বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, পাঁচজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বাকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বরখাস্তদের তালিকায় রয়েছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মো. আলমগীর হোসেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হচ্ছেন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার আহসানুল কবির শামীম, পার্বতীপুর উপজেলার মন্মথপুরের শাহাদাত হোসেন শাদো ও মোস্তফাপুরের মতিউর রহমান, খানসামা উপজেলার ভেড়ভেড়ির আব্দুল হক সিরাজী, এবং সদর উপজেলার চেহেলগাজীর আনিসুর রহমান বাদশা।
এছাড়া ঘোড়াঘাট উপজেলার পালশা ইউপি সদস্য আজিজার রহমান, বুলাকীপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম ও লাবলু মিয়া, সিংড়া ইউপি সদস্য আবু তাহেরকেও বরখাস্ত করা হয়েছে।
বহিষ্কৃত জনপ্রতিনিধিদের জায়গায় অন্য জনপ্রতিনিধিকে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।