নতুন জামা না পেয়ে আত্মহত্যা

প্রতিনিধি, রাজশাহী: পূজার জন্য নতুন জামা কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রিয়াঙ্কা দাস (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার সন্ধ্যায় নগরীর শিরোইল রেলকলোনি এলাকায় এ ঘটনা ঘটে। প্রিয়াঙ্কার বাবা প্রদীপ কুমার দাস রেলের কর্মচারী।

নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক আবদুল কাদের জানান, নতুন জামা কিনবে বলে কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে বায়না করছিলো প্রিয়াঙ্কা। এ নিয়ে শনিবার সকালে প্রিয়াঙ্কাকে বকাবকি করেন তার বাবা-মা। এ ঘটনায় প্রিয়াঙ্কা সন্ধ্যায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.