আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের পাগলা থানার মশাখালী গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে স্থানীয় কয়েকজন ক্ষেতে ঘাস কাটতে গিয়ে ক্ষেতের আইলে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ওই নারীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল।তার পরনে গাড় নীল রঙের সালোয়ার-কামিজ ছিল।
ওই নারীর আনুমানিক বয়স ২৫ বছর। লাশের সাথে নোটারি পাবলিকের একটি অস্পষ্ট কাগজ ও মোবাইল পাওয়া যায়।
ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।