রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ইজিবাইকের ধাক্কায় প্রীতিলতা রায় (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরে বালুবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রীতিলতা দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের কন্যা।
জানা গেছে, দুপুরে প্রীতিলতা কলেজের সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়।
দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার কিছুক্ষণ পরে সে মারা যায়।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।