আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ভ্রাম্যমাণ আদালত গফরগাঁও শহরের হাসপাতাল রোড এলাকার সাতটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিযে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
লাইসেন্স না থাকা, লাইসেন্সের নবায়ন না করা এবং নোংরা পরিবেশের কারণে আজ মঙ্গলবার দুপুরে মর্ডাণ, কাইয়ূম, হক, মেডিকন, গফরগাঁও-৮৫, সেবা ও হ্যাভেন টাচ ডায়াগনস্টিক সেন্টারকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু।