জলদস্যুদের গুলিতে আহত কুয়াকাটার ৬ জেলে, দুটি ট্রলারসহ অপহৃত আরো ৪

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের উপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে জলদস্যুরা। এসময় ছয় জেলে গুলিবিদ্ধ হয়।

সোমবার রাতে কুয়াকাটা থেকে প্রায় ৩৪ কিলোমিটার পশ্চিমে এ হামলার পর জলদস্যুরা দুটি ট্রলারসহ চার জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

গুলিবিদ্ধ জেলেদের আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ফয়সাল (৩০), আহসান আলী (৩২), শাহালম (৪০) ও কাইয়ুম (২৯) নামের তিন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মন্নান মৃধা (৩০) ও আমির হোসেন (৩৩) এখনো কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীর থেকে গুলি বের করা হয়েছে।

জলদস্যুরা এফবি মার্জিয়া আক্তার ট্রলারসহ ওই ট্রলারের জেলে নয়া মিয়া, আল-আমিন,আবুল কালাম ও এফবি আলমদিনা ট্রলারের আবদুর রব মাঝিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে গেছে।

নিষেধাজ্ঞার পর আবার ইলিশ ধরা শুরুর সাথে সাথে সাগরে অতর্কিত জলদস্যুদের হামলা ও জেলে অপহরণ ঘটনায় গোটা উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গুলিবিদ্ধ জেলেরা জানান, সোমবার সন্ধ্যায় সাগরে জাল পেতে তারা বিশ্রাম নিচ্ছিলেন। তখন চারটি ট্রলারে কলে জলদস্যুরা গুলি করতে করতে তাদের ট্রলারগুলোতে হামলা করে। জলদস্যুরা নিজেদের দয়াল গ্রুপের সদস্য পরিচয় দিলেও অপহৃত জেলেদের মুক্তিপণের জন্য কোনো নম্বর ও টোকেন না দেয়ায় ট্রলার মালিক ও অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, তার ট্রলার এফবি মার্জিয়া আক্তারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। ডাকাতির কবল থেকে ফিরে আসা তার ট্রলারের মাঝি পনু মিস্ত্রির বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অন্তত ১৯টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে কতটি ট্রলার ও জেলে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান সাংবাদিকদের জানান, সাগরে ট্রলারে হামলা খবর শুনে পাথরঘাটা পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.