প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে মাসব্যাপী ইদুঁর নিধন কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এক সমাবেশে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।
জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুখেন্দু শেখর গায়েন, উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, ইউএনও শরীফ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মনোজ কুমার, মহাদেব চন্দ্র সানা, এ্যাড. পারভীন আহম্মেদ, মাসুদ সরদার, কৃষক মনিরুজ্জামানসহ অন্যরা।
সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে অনেক কৃষক নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে ইদুঁর নিধনকারী শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।