হাকিম বাবুল, শেরপুর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সোমবার দুপুরে শেরপুর শহরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করে শেরপুর পূজা উদযাপন পরিষদ।
গোপালবাড়ি মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে শোভাযাত্রায় অংশ নেয়।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন কুমার পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সম্পাদক কানু চন্দ চন্দ্র প্রমুখ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
এছাড়া শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকেও পৃথক পৃথক র্যালি ও শোভাযাত্রা বের হয়ে প্রধান শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রা শেষে জেলা পূজা উৎযাপন পরিষদের কার্যালয়ের সামনে দেড় হাজার দুস্থ এবঙ গরিবদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।