রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে উপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন প্রমুখ।
টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ডুমজুরী সমাজ কল্যাণ ক্লাব ১-০ গোলে কুমিয়ান কিশোর সংসদকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাবর আলী তালুকদার, সহকারী রেফারি ছিলেন রফিকুল ইসলাম রফিক, মরুফুর রহমান রাজু ও লিটন কৃষ্ণ কর।