মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্যের পৌর কমিটি ও ৩১ সদস্যের কলেজ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি দুটিতে শুধুমাত্র ছাত্রদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পরে কমিটি গঠন করায় নেতা-কর্মী-সমর্থকরা বেশ খুশি।

পৌর কমিটিতে নবী উল্যাহ রুবেলকে আহ্বায়ক ও শরীফ হোসেন ভূঁইয়া সায়েমকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ কমিটিতে ফয়সাল হোসেন, নাইম হোসেন, মাহবুবুর রহমান ফাহিম, মামুন হোসেন, রেজওয়ান ফয়সাল, সালাউদ্দীন তুষার, সাইফুল ইসলাম, তানভীর হোসেন ও ইয়াছিন আরাফাতকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কলেজ কমিটিতে মনোয়ার হোসেন অনিকে আহ্বায়ক ও মুফরাত হোসেন ফাহিমকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন রবিউল হোসেন সামছু, ফরহাদ হোসেন বাবু, মিরাজুর রহমান, ইকবাল হোসেন শিহাব, সাজ্জাদ হোসেন লিমন, মাহফুজুর রহমান হৃদয়, রাকিব দেওয়ানজী, ফজলে রাব্বী, হাবিবুন্নবী কিষান।
পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এবিএম জিলানী বলেন, বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে পরামর্শ করেই পৌর ও কলেজ শাখ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।