হাকিম বাবুল, শেরপুর: শেরপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ যুবদল-ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও শহর ছাত্রদলের নেতা রবিউল ইসলাম তুহিন।
আজ (রোববার) ভোর তিনটায় শহরের সজবরখিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বিকেলে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সদর থানার ওসি মাজহারুল করিম জানান, একটি মারপিটের মামলার আসামি হিসেবে ছাত্রদল নেতা আবু রায়হান রূপন ও রবিউল ইসলাম তুহিনকে গ্রেফতার করা হয়। অপরদিকে যুবদল নেতা নূরে আলমের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
6:25:49 PM