প্রতিনিধি রাজশাহী: রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে গতকাল রোববার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও আরএমপি’র মুখপাত্র সুশান্ত সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে তাকে চলতি বছরের ১ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তাকে বেশ কয়েকটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হচ্ছে। দুপুরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।