রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর বাজার বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সহ-সভাপতি উজ্জ্বল ডাকুয়া সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শুক্কুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিঞা, শেখ মিরাজ আহম্মেদ, যুবদলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির পেয়ারু, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ আহমেদ, বিএনপি নেতা বাহ উদ্দিন পলিন, আ. সালাম হাওলাদার, মো. ইখতিয়ার উদ্দিন হান্নান তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ অন্যরা।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।