প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার ৭ মিনিট পর ২৪ জনকে পরীক্ষা কক্ষ থেকে বাইরে বের করে আনা হয়। এরপর তাদের প্রবেশপত্র নিয়ে মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের জানান, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই পরীক্ষার্থীরা তা মানেননি। তল্লাশির সময় তাদের কাছে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও তিনজন নারী।