রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দূর্গ’ এই প্রতিপাদ্য নিয়ে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ মাস, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ১৫ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার। সভায় আরো বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক, সহ-সভাপতি আলো রানী রায়, মনিষা হাওলাদার, মিনতী মজুমদার প্রমুখ। বক্তারা সমাজে ও রাষ্ট্রে নারী নির্যাতন প্রতিরোধের জন্য সমাজের সকল স্তরের জনসাধারণের সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানান।