বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল করার দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার সময় তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া ওই পরীক্ষার্থীর নাম শান্ত কুরী। সে উপজেলার চরজাঙ্গালীয়া এসসি উচ্চবিদ্যালয়ের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে কক্ষ পরিদর্শক এ বছরের জন্য ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
তিনি আরও জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্রটিতে ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে তিনি জানান।