রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে পিরোজপুরের কাউখালীতে গম, ভুট্টা, খেসারী ও ফেলন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, কৃষক লীগের আহবায়ক চন্দ্রন কুমার দে প্রমুখ।
উপজেলার ৫টি ইউনিয়নের ২২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ২০ কেজি করে গমের বীজ, ২কেজি ভুট্টা, ৮ কেজি খেসারী ও গ্রীষ্মকালীন মুগ ৫ কেজি, ৭ কেজি করে ফেলনের বীজ এবং ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।