রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে বিয়ের প্রলোভন দিয়ে এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মো. আখতার-উল-আলম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ধর্ষণের শিকার মেয়েটি দিনাজপুরের বিরল উপজেলার গমির গ্রামের মহররম আলীর পুত্র মহসিন আলীর (৩৫) বিরুদ্ধে বিরল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১০৯/২০০৯। ওই মামলার আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঘটনার পূর্বে একাধিকবার ধর্ষণ করলে সে গর্ভবর্তী হয় এবং একটি পুত্র সন্তান জন্ম দেয়। ওই পুত্র সন্তানের পিতৃ পরিচয় আসামি মহসিন আলী অস্বীকার করলে মেয়েটি বাধ্য হয়ে থানায় এই মামলা দায়ের করেন।
পুলিশ মামলাটি তদন্ত করে মহসিন আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করলে বিচার কাজ শুরু হয়। বিচারে বাদী পক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে উক্ত কারাদণ্ড প্রদান করেন।