হাকিম বাবুল, শেরপুর: ২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তির লক্ষে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ফাইনান্সিয়াল ইনক্লুসন সপ্তাহ পালিত হয়েছে। দেশে এর একমাত্র আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। মঙ্গলবার শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ সংক্রান্ত ব্র্যাকের সহায়তায় পরিচালিত জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও গ্রাম সংগঠন পরিদর্শন করানো হয়।
এ সময় অতিথিরা শহরের চাপাতলি আয়েশা আবেদ ফাউন্ডেশন, লছমনপুর গ্রাম সংগঠন ও ঋণ বিতরণ পূর্ব ওরিয়েন্টেশনে উপস্থিত গ্রামীণ নারীদের সাথে কথা বলেন এবং কর্মসূচির নানা দিক সম্পর্কে অবহিত হন।
ব্র্যাক কর্মকর্তারা জানান, শেরপর জেলায় ব্র্যাকের সহায়তায় প্রায় ৪৫ হাজার গ্রামীণ নারী নিজেদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। তারা বলেন, আর্থিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততার বিষয় বিবেচনায় পরবর্তী কৌশলগত পন্থা নির্ধারণের জন্য ১-৫ নভেম্বর বিশ্বব্যাপী ফাইনান্সিয়াল ইনক্লুসন সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।