অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: আন্তজার্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তি করায় সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সাতক্ষীরা জেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

mukjodda photo 01
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের কটুক্তি করার প্রতিাবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের নিউমার্কেটের সামনে থেকে পাকাপুলের মোড় পর্যন্ত একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নৌ-কমান্ডো আলফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আনছারুজ্জামান মাষ্টার প্রমুখ।

বক্তারা এ সময়, স্বাধীনতা যুদ্ধের শত্রু ও স¤্রাজ্যবাদীর দালাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কর্তৃক মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

mukjodda photo 03
মানববন্ধন শেষে দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কর্তৃক মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তি ও এক মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নৌ-কমান্ডো আলফাজ উদ্দীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.