বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর বিকৃত-অশ্লীল ছবি পোস্ট করার অপরাধে লক্ষ্মীপুরের কমলনগরে মো. শাহাজান (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরলরেন্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহাজান উপজেলার চরমার্টিন এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় পশ্চিম চরলরেন্স মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক।
কমলনগর থানার উপপরির্দক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ওই মাদ্রাসাশিক্ষক কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর ছবি বিকৃত করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পুলিশ গোপন সূত্রে এ খবর পেয়ে শুক্রবার সকালে পশ্চিম চরলরেন্স মহিলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে শাহাজানকে আটক করে থানায় নিয়ে আসেন এবং তার ফেসবুক একাউন্ট যাচাই করে ঘটনার সত্যতা পান। পরে দুপুরে এ ব্যাপারে থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, তিন দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসাশিক্ষককে শনিবার আদালতে সোপর্দ করা হবে।