বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা চাপায় রূপা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা ওই এলাকার মো. ফিরোজ আলমের মেয়ে।
ঘটনার পর থেকে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কটি অবরোধ করে রাখলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি মক্তব ছুটি শেষে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর থেকে রামগতিগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা রূপাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং ঘাতক লেগুনাচালকের শাস্তির দাবিতে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘটনার পর থেকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক লেগুনাচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।