আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি জননেতা বিমল বিশ্বাস বলেছেন, গরীব খেতমজুরদের সারাবছরের কাজ, খাসজমি, নায্য মজুরি তথা গরিব মেহনতী মানুষের দাবিপূরণ করা একটি দেশপ্রেমিক সরকারের জন্য কঠিন কোন কাজ না।
বাংলাদেশের ৬৭ ভাগ খেতমজুর ভূমিহীনদের কাজ, মজুরি, জমি, পূর্ণ রেশনিং ও নিবন্ধনের দাবিকে প্রতিষ্ঠিত করতে গেলে দল, মত সম্প্রদায় নির্বিশেষে খেতমজুর ভূমিহীনদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমেই অধিকারগুলো অর্জন করতে হবে। কোন বিশেষ দল বা লুটেরা ধনীগোষ্ঠীর অনুকম্পনার উপর নির্ভর করে বসে থাকলে সমাজের শোষণ, লুণ্ঠন, ব্যাভিচার, ধর্ষণ, খুন এই অমানবিক পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়া যাবে না। বাংলাদেশকে ঘিরে মার্কিন সা¤্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে যে অশুভ তৎপরতা শুরু করেছেন তার বিরুদ্ধে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার বিকেলে নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। ফুলবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন নুর আলী গাজী। বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অজিত মন্ডল, নির্মল সরকার, রহমুদ্দি গাজী, আহাদ আলী মোড়ল প্রমুখ।