জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): মংলায় এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফুর রহমান জানান, সোমবার গভীর রাতে চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকা থেকে আটক করা হয়েছে নুরুল আমিন শেখকে (৪০)। নুরুল আমিন চিলা ইউনিয়ন জামায়াতের সাবেব সাধারণ সম্পাদক ছিল, বর্তমানে সদস্য পদে দায়িত্ব পালন করছে। আটকের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।