রাজশাহী নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনছে পুলিশ

স্মরণ সরকার, রাজশাহী: নাশকতা ঠেকাতে এবং অপরাধীদের সহজেই চিহ্নিত করতে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার আওতায় আনার চিন্তা-ভাবনা করছে পুলিশ। এরই মধ্যে একটি প্রস্তাবনাও তৈরি করা হয়েছে। সেটি অনুমোদিত হলে নগরীর ২৫টি পয়েন্টে স্থাপন করা হবে সিসি ক্যামেরা।

তবে প্রাথমিকভাবে নগরীর ৫টি পয়েন্টে এরই মধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ২০টি ক্যামেরা বসানোর জন্য প্রস্তাবানা তৈরি করা হয়েছে। এর জন্য সিটি করপোরেশনকে সহায়তার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

রাজশাহী মহানগর পুলিশ সূত্র জানায়, নগরীর ব্যস্ততম সাহেব বাজার, সোনাদীঘির মোড়, কামরুজ্জামান চত্তর, শালবাগান ও লক্ষ্মীপুর এলাকায় ৫টি সিসি ক্যামেরা পুলিশের উদ্যোগে বসানো হয়েছে। আরও ২০টি ক্যামেরা বসাতে প্রায় কোটি টাকা ব্যয় হবে বলেও ওই প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

নগরীর বিনোদপুর, তালাইমারী, নিউমার্কেট, আরডিএ মার্কেট, বাটার মোড়, কোর্ট বাজার, লোকনাথ স্কুল মার্কেট মোড়সহ আরও অন্তত ২০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোয় নগরীর যেসব পয়েন্টে জামায়াত-শিবির কর্মীদের নাশকতার পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব পয়েন্টেও সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। যাতে অপরাধীরা অপরাধ করে পালাতে পারলেও পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা যায়।

নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, নাশকতাকারীদের সহজেই চিহ্নিত করতে এরই মধ্যে ৫টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ২০টি পয়েন্টে সিসি ক্যামেরা বাসনোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.