আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা সদরের আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ পরীক্ষাকেন্দ্রে আসার পথে ৩ জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার আঠারদানা উচ্চ বিদ্যালয়ের ঝর্না (১৪) আহাদ (১৪), সামিরা (১৪) ও ইজিবাইক চালক রুবেল (১৭)।
এদের মধ্যে ঝর্না ও আহাদের অবস্থা আশংকাজনক। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামিরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফলে বৃহস্পতিবার তারা শারিরীক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আঠারদানা বাজার থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থী ব্যাটারিচালিত ইজিবাইকে করে উপজেলা সদরে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। গফরগাঁও-আঠারদানা সড়কের পুখুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালুবাহি ট্রাক্টর লড়িগাড়ি ধাক্কা দিলে ইজিবাইকটি দুমরে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিন পরীক্ষার্থী ও ইজিবাইকের চালক আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।