প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৫৫)। তিনি উপজেলার বিহানালী গ্রামের মৃত ওসিমুদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটলে আহত আবদুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবদুর রহমানের ছেলে ইসাহাক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় ইসাহাকের চাচা সুরুজের ছেলের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আবদুর রহমানের সঙ্গে অপর দুই ভাই সুরুজ ও শামসুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুরুজ ও শামসুল মিলে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে মাথায় আঘাত পেয়ে আবদুর রহমান গুরুতর আহত হন।
বুধবার গভীর রাতে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, মারামারির ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।