রতন সিং, দিনাজপুর: ঘোড়াঘাটে হুন্ডির ৭৫ লাখ টাকাসহ পুলিশ আজ সকালে মাইক্রোবাসসহ দুজনকে আটক করেছে।
ঘোড়াঘাট উপজেলার খেতাবমোড়ে হিলি সীমান্ত এলাকা থেকে বগুড়া যাওয়ার পথে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-১৮৮৬) আটক করে পুলিশ। মাইক্রোবাসের এসি বক্সের ভেতর থেকে দুটি ব্যাগে রাখা ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় চালক শাহিনুর রহমান (৩০) ও টাকা বহনকারী সবুজকে (২৮) গ্রেফতার করা হয়। শাহিনুর হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের জলিল হোসেনের ছেলে এবং সবুজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মাহাবুল আলমের ছেলে।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ কবীর জানান, হুন্ডির টাকা নিয়ে হিলি সীমান্ত থেকে একটি মাইক্রোবাস বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছে এমন খবরের ভিত্তিতে ঘোড়াঘাটের খেতাবমোড়ে পুলিশ নিয়ে অবস্থান নেয়। মাইক্রোবাস আটক করে তল্লাশি করলে হুন্ডির ৭৫ লাখ টাকা পাওয়া যায়।
আটক দুজন জানান, টাকার মালিক হিলি স্থলবন্দরের কাঁচাপণ্য আমদানিকারক সাইফুল ইসলাম। ইসলামী ব্যাংক বগুড়া শাখায় জমা দেয়ার জন্য টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ কবীর জানান, আটককৃতরা বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিচ্ছে। তারা কখনো বলছে, বগুড়ায় গাড়ি কিনতে, আবার কখনো বলছে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছিল। এমন সন্দেহের ভিত্তিতে ৭৫ লাখ টাকা সহ তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।