বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবা বিকেলে উপজেলার পাটারীরহাট তাহেরিয়া মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, পাটারীরহাট ইউপি চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ আলমগীর ও রামগতি উপজেলার চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ হিরণের সঞ্চালনায় এবং পাটারীরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন মজনুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাবিহা সুলতানা বাণী, পাটারীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাহ শাহেদ মাহমুদ গিয়াস, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আবুল বাছেত, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ছাত্তার প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এমরান হোসেন মজনু সভাপতি এবং এনামুল হক মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।