প্রতিনিধি, লক্ষ্মীপুর: কমলনগরে লেগুনার চাপায় মো. মহসীন মোল্লা (৬৬) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর করুনানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহসীন মোল্লা উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মহসীন মোল্লা নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে চকবাজার যাচ্ছিলেন। ওই সময় লক্ষ্মীপুর থেকে রামগতিগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা তাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে করুনানগর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।