রেজাউল করিম বকুল, শেরপুর: কুষ্ঠ রোগ মৃদু সংক্রামক এবং এটি নিরাময়যোগ্য। এ রোগ ধরা পড়ার পর একদিন ওষুধ খেলে আর ছড়াতে পারে না। মাত্র ৬ -১২ মাস ওষুধ খেলে কুষ্ঠ ভাল হয়ে যায়।
রোববার দুুপুরে শেরপুরে কুষ্ঠ রোগ নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
সিভিল সার্জন অফিস ও ডেমিয়েন ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। শেরপুর জেলা হাসপাতাল সভাকক্ষে ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মো. মনোয়ারুল আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। অন্যান্যের মধ্যে ডা. নিলাদ্র্র্রী হোড়, ডা. কামরুজ্জামান রনিসহ অন্যরা বক্তব্য রাখেন।
কর্মশালায় ৫০ জন কুষ্ঠ রোগী অংশ নেন।