হাজার বোতল ফেন্সিডিলসহ গোদাগাড়ীতে দুজন আটক

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১ হাজার ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, বাইরুল ইসলাম (২৭) ও মিজানুর রহমান (২০)।

র‌্যাব-৫ এর মেজর মুহাম্মদ আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার সারলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১ হাজার ১৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.