প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ চতুর্থবারের মতো দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলার আয়োজন করেছে।

আজ শুক্রবার সকালে নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
‘এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল’ শীর্ষক কবিতামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা। কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক, ভারত থেকে আসা কবি মৃণাল বসু চৌধুরীসহ অন্যরা।
দুদিনের আয়োজনে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনা ও কবিকুঞ্জ পদক ২০১৫ প্রদান অনুষ্ঠান। মেলায় দেশ-বিদেশের শতাধিক কবি অংশ নিচ্ছেন।