রেজাউল করিম বকুল, শেরপুর: জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যেগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহজাহান মিয়া।