পাকিস্তান সরকারের আচরণ শত্রু রাষ্ট্রের মতো: তথ্যমন্ত্রী

হাকিম বাবুল, শেরপুর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে মনে হয় পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। ভবিষ্যতে পাকিস্তানের সাথে এ দেশের ভালো সম্পর্ক থাকবে কি-না তা ভেবে দেখতে হবে আমাদের।

আজ শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে শেরপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

Information Minister in Sherpur
সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সরকার খুন-খারাপির অভিযোগে সাড়ে ১২ হাজার যুদ্ধাপরধীর যে তালিকা তৈরি করেছিল তার বিচার কাজ পর্যায়ক্রমে চলতে থাকবে। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতি জেলায় একটি করে তথ্য ভবন নির্মাণ করা হবে যার মাধ্যমে বাসস, বিটিভি, বেতারের স্থানীয় প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মিডিয়ার কর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

এসময় অন্যান্যের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা শিরিন আক্তার এমপি, শওকত জাহান, শেরপুরের জেলা প্রশাসক ডা. পারভিজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, তথ্য বিষয়ক কর্মকর্তা ছাড়াও প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে শেরপুর জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.