প্রতিনিধি, খুলনা: খুলনার সিমেট্রি রোডের খ্রিস্টান কবরস্তান থেকে গৌরাঙ্গ বিশ্বাস (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গৌরাঙ্গ রূপসা উপজেলার আইচগাতি গ্রামের দীলিপ বিশ্বাসের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে খ্রিস্টান সমাধি থেকে তার মরদেদেহ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যায়নি। গৌরাঙ্গের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, গৌরাঙ্গ দীর্ঘ দিন ওই কবরস্থান সংলগ্ন মুড়িপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন।