প্রতিনিধি, রাজশাহী: সম্মেলনের এক বছর পেরোনোর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবীন-প্রবীণ মিলিয়ে ৭১ সদস্যের এ কমিটির পাশাপাশি ২১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর নামও ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটেরিয়ামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় দলের সভাপতি অনুমোদিত পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ও উপদেষ্টাদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আবদুল খালেক।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
গত বছরের ২৫ অক্টোবরের সম্মেলনে এএইচএম খায়রুজ্জামান লিটন সভাপতি ও ডাবলু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটিতে শাহীন আকতার রেনী ও নিঘাত পারভীনসহ নয়জনকে সহ-সভাপতি করা হয়েছে।
অন্য সহ-সভাপতিরা হলেন– মীর ইকবাল, রফিক উদ্দিন আহমেদ, নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহদত হোসেন ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল ও নাঈমুল হুদা রানা।
সাংগঠনিক সম্পাদকরা হলেন, আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ ও অ্যাডভোকেট আসলাম সরকার।