বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্দুক ও পেট্রোল বোমাসহ নেয়ামত উল্যাহ (৩০) নামে ছাত্র শিবিরের এক কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে জেলার চন্দ্রগঞ্জ থানার চরচামিতা বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, তিনটি কার্তুজ ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
নেয়ামত উল্যাহ নোয়াখালীর সুধারাম থানা এলাকার শফিপুর গ্রামের মাওলানা আবদুর রশিদের ছেলে ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য। এছাড়াও তিনি নোয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন বলে সুধারাম থানা পুলিশ জানায়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা জানান, ভোররাতে পুলিশের একটি টিম চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় চরচামিতা বাজারে তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে তারা টহল গাড়ি থামান। এতে ওই যুবকরা একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে নেয়ামতকে আটক করে, অপর দুজন পালিয়ে যায়। ব্যাগ থেকে একটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, আটককৃত নেয়ামত উল্যাহর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে নোয়াখালীর সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেয়ামতের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অর্ধশতাধিত মামলা রয়েছে।
গাঁজাসহ শ্রমিক লীগ নেতা আটক
কমলনগর পুলিশ গাঁজাসহ মনির আহাম্মদ (২৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে। মঙ্গলবার সকালে পুলিশ হাজিরহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। মনির ওই এলাকার মো. খোকনের ছেলে এবং হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে৩০০ গ্রাম গাঁজাসহ মনির আহাম্মদকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।