বিজয় দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন

হাকিম বাবুল, শেরপুর: বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের খরমপুর এলাকার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অতিথি  ছিলেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

Child Art Competition-1

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান জানান, প্রতিযোগিতার  চারটি ইভেন্টে নয়টি গ্রুপে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষক-অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে জেলা পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.