বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আবদুল মতিন সদর উপজেলার আবিরনগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষক। ধর্ষণের শিকার শিশুটি একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুল মতিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে আসছেন। প্রতিদিনের মতো গত শুক্রবার (১১ ডিসেম্বর) সকালেও মেয়েটি মাদ্রাসায় প্রাইভেট পড়তে যায়। এ সময় মাদ্রাসায় অন্য কোনো শিক্ষক-শিক্ষার্থী না থাকার সুযোগে মতিন ওই ছাত্রীকে কক্ষের দরজা আটকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার হুমকি দেন।
বাড়ি ফেরার পর রাতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে বাবা-মা কারণ জানতে চাইলে সে বিষয়টি তাদেরকে খুলে বলে।
পরদিন শনিবার সকালে ছাত্রীটির বাবা মাদ্রাসা সুপারকে বিষয়টি লিখিতভাবে জানান। অভিযোগ পাওয়ার পর সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাঙ্গে যোগাযোগ করলে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিলে মঙ্গলবার বিকেলে থানায় মামলাটি দায়ের করা হয়।
মাদ্রাসার সুপার আবদুল্লা মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শিক্ষক আবদুল মতিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, মামলা দায়ের হওয়ার পর ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।