প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী): ছাত্রলীগের এক নেতাকে বাকিতে মুরগি না দেয়ায় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা এক মুরগি ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রতিবাদে বাজারের দুই শতাধিক ব্যবসায়ী ধুলাসার ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মো. পারভেজের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সব দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে।
চাপলী বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকালে বাজারের ব্রয়লার ব্যবসায়ী মিলন হাওলাদারের কাছে বাকিতে ব্রয়লার মুরগি চায় পারভেজ। দোকানি বাকিতে মুরগি দিতে না চাইলে তার দোকানের ঝাপ ফেলে দোকান বন্ধ করে দেয়।
দ্রুত বাজারের অন্য ব্যবসায়ীরা এ ঘটনা জানতে পারে। সবাই একযোগে দোকান বন্ধ করে এ ঘটনার শাস্তির দাবি জাানয়ে ধর্মঘট শুরু করে।
সকালে বাজারের দুই শতাধিক দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে স্থানীয় গ্রামবাসীরা। তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসে ফিরে যায়। পরবর্তীতে বাজারের ব্যবসায়ীদের কাছে ওই ছাত্রলীগ নেতা ক্ষমা চাওয়ায় দুপুরে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।
এ ব্যাপারে ধুলাসার ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মো. পারভেজ জানান, ব্রয়লার ব্যবসায়ী তার মামা। তার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান হয়েছে।
চাপলী বাজার কমিটির সাধারণ সম্পাদক ভুট্টো জমাদ্দার ও সদস্য মো. মশিউর রহমান জানান, স্থানীয় ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।