ইতালীয় ধর্মযাজক হত্যাচেষ্টার পেছনে জেএমবি

রতন সিং, দিনাজপুর:  ইসকন মন্দিরে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য শরিফুল ইসলাম ইতালীয় ধর্মযাজক ডা. পিয়েরো পিচম হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

দিনাজপুর ডিবির এসআই বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হকের খাসকামরায় প্রদত্ত জবানবন্দিতে শরিফুল ইসলাম ডা. পিয়েরো পিচমকে হত্যার জন্য গুলিবর্ষণ করেছেন বলে স্বীকার করেন।

১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুরে বিআরটিসি বাস ডিপোর অদূরে গুলিবিদ্ধ হন পিয়েরো পিচম।

জবানবন্দিতে শরিফুল জানান, ইসকন মন্দিরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও পিস্তল দিয়ে দুই সহযোগীসহ তিনি ইতালীয় নাগরিককে হত্যার উদ্দেশ্যে গুলি  করেন। শরিফুল তার দুই সহযোগীর নামও জানিয়েছে গোয়েন্দাদের। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

শরিফুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার ইচ্ছা প্রকাশ করলে বৃহস্পতিবার রাতে তাকে বিচারকের সামনে হাজির করা হয় বলে জানান মামলা দুটির তদন্ত কর্মকর্তা।  শরিফুল বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।

বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সাদেকুল ইসলামের লাশ বৃহস্পতিবার রাত ৯টায় হস্তান্তর করা হয়। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, বিজিবির ২৯ ব্যাটালিয়নের মোহনপুর বিওপির কমান্ডার সুবেদার গিয়াসউদ্দিন বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুর সদর উপজেলার বনতারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে সাদেকুল ইসলামের লাশ গ্রহণ করেন। বিএসএফ-এর রসুলপুর বিওপির কমান্ডার জগৎ সিং লাশ হস্তান্তর করেন। এসময় উভয় দেশের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.