রতন সিং, দিনাজপুর: বিএসএফ-এর গুলিতে দিনাজপুরে বুধবার রাতে এক যুবক মারা গেছেন।
নিহতের নাম সাদেকুল ইসলাম (২২)। তিনি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা গ্রামের মোকসেদুল ইসলামের ছেলে। সাদেকুল গরুর ব্যবসা করতেন।
আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় বালুরঘাট বিএসএফ-এর পক্ষ থেকে বিজিবিকে একজন বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধারের খবর জানানো হয়। দুপুর সাড়ে ১২টায় সীমান্তের বনতারা নামক স্থানে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ-বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সাদেকুলের মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করবে বিএসএফ।
বৈঠকে ভারতের রসুলপুর ক্যাম্পের কমান্ডার দেবেন চন্দ্র রায় বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়েছে জানিয়ে বলেন, লাশ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের বরাত দিয়ে বিজিবি জানায়, নিহত সাদেকুল গরু আনার জন্য ১৫ ডিসেম্বর বিকেলে ভারতে যান।
বিজিবি এ হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতের ২৮ বিএসএফ-এর অধিনায়কের কাছে প্রতিবাদ বার্তা পাঠিয়েছে বলে বিজিবির সূত্রটি জানায়।