অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ জেলার দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নীতি-নির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের ভুমিকা নিয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন মানবধিকারকর্মী শিপন রবিদাস। দলিত পরিবারের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুল ধরেন সীমা রানী ও মিলন।
বিডিইআরএম সভাপতি সুনীল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শফিকুল ইসলাম, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরুদ্দিন, নাগরিক উদ্যোগের কর্মসূচি সমন্বয়ক আফসানা বিনতে আমিন, বিডিইআরএম কেন্দ্রীয় সেক্রেটাই বিভূতোষ রায়, জেলা সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর, রহনপুর ইউসুফ আলী কলেজের প্রভাষক এম আব্দুল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মানবাধিকারকর্মী চন্দন কুমার।