প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটার টিকটিকি পাড়ায় বয়লার বিস্ফোরণে মুকুল হোসেন (৪০) নামের এক রাইস মিল শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল সাড় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুকুল পবা উপজলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশোইল গ্রামের নইমুদ্দিন হোসেনের ছেলে।
দুর্ঘটনায় রাইস মিল মালিক রবিউল ইসলামের ছেলে আবু বক্কর (৩০) গুরুতর আহত হয়েছেন। তার শরীর ঝলসে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বক্করের অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধান সিদ্ধ করার আগে বয়লার পরিষ্কার করার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে বয়লার বিস্ফোরিত হয়। এতে মুকুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।