প্রতিনিধি, শেরপুর: নালিতাবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে শিমরুজ হাগিদক (২০) নামের এক গারো যুবকের লাশ উদ্ধার হয়েছে।
নালিতাবাড়ীর সীমান্তবর্তী চৌকিদার টিলা বিজিবি ফাঁড়ির পাশের পাহাড়ি টিলার একটি গাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
শিমরুজ আন্ধারুপাড়া গ্রামের সৌখিন রেমার ছেলে।
নালিতাবাড়ী থানার ওসি মো. ফসিহুর রহমান বলেন, পাহাড়ে গরু চরানো রাখালদের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
শিমরুজের বাবা সৌখিন রেমা বলেন, শিমরুজ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যেত, আবার তিন-চার দিন পর ফিরে আসত। তাকে অনেক কবিরাজি চিকিৎসাও করানো হয়েছে। গত ১৩ দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা বলেন, এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। তার মৃত্যুতে পরিবার কিংবা আদিবাসী সমাজের কোনো অভিযোগ নেই। যে কারণে বিনা ময়না তদন্তে তার লাশ সৎকারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা হয়েছে।