প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে এক রাতে পাঁচটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকা মাছ লুটে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।

ইউপি সদস্য পলাশ তালুকদার জানান, বুধবার গভীর রাতে উপজেলার দানোখালী ও পাটরপাড়া গ্রামের রাজু রায়, প্রমথ রায়, কৃষ্ণ রায়, সমেশ ঘরামী ও মনি রায়ের চিংড়ি ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। এতে পাঁচটি ঘেরের কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর চিতলমারী থানার এসআই ফিরোজ আহম্মেদ জানান, ঘেরগুলোতে পাহারার ব্যবস্থা না থাকায় রাতের দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।