প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী প্রেসক্লাবে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভেতরে আটকা পড়েন।
প্রেসক্লাব ভবন সংলগ্ন মার্কেটের নাইটগার্ডরা টের পেয়ে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, প্রতিদিনের মতো তিনি গত রাতে প্রেসক্লাবের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে প্রেসক্লাবের কম্পিউটার রুমে আগুন দেখতে পেয়ে তিনি ঘুম থেকে জেগে উঠেন। পরে তিনি চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ভবনের মূল ফটকে তালা মেরে রাখার কারণে বের হতে পারেননি। পরে আশপাশের মার্কেটের নাইটগার্ডরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ওই রুমে থাকা দুটি কম্পিউটার, একটি ল্যাপটপসহ রুমের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, সকালে খবর পেয়ে তিনি প্রেসক্লাব ভবনটি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের মূল কারণ বের করতে তদন্ত কাজ চলছে বলে জানান তিনি।