কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হায়দার হোসেন, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সংস্থাটির পক্ষ থেকে ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়।

kotalipara students receive financial aidউপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে অনুদানের টাকা প্রদান করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার জয়নাল আবেদীন, কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক মনোরঞ্জন গোলদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.